বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
মাতৃত্বের আনন্দে ডুবে ছিলেন কয়েক মাস। অবশেষে বিরতি কাটিয়ে আবারও কাজের দুনিয়ায় ফিরলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। চলতি বছরের জুলাইয়ে কন্যা সায়ারার জন্মের পর এই প্রথমবার শুটিং সেটে দেখা গেল তাঁকে।
অন্তঃসত্ত্বা অবস্থায় প্রায় পাঁচ মাস পর্যন্ত নিয়মিত কাজ করেছেন কিয়ারা। তারপর পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া কোথাও দেখা যাচ্ছিল না নতুন মা-কে।
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন,’এর পরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’
সেই পোস্টেই আন্দাজ করা যাচ্ছিল, শুটিংয়ে ফিরছেন তিনি। ঠিক দুপুরেই দেখা মিলল পুরোনো ফিট অবতারের কিয়ারার। স্টাইলিশ লুকে শুটিং স্পটে হাজির হয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে উঠে আসেন তিনি। এক বিজ্ঞাপনী ভিডিওর শুটিং করছেন কিয়ারা। সেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কন্যা সায়ারার কথাও জানাতে ভোলেননি তিনি। অভিনেত্রী বলেন, মেয়ে ভালো আছে।’
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh