বাংলাদেশ অনলাইন : | রবিবার, ৩০ অক্টোবর ২০২২
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম
বাংলাদেশে এডিস মশা আসার সম্ভাব্য উপায় তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, হয়তো রোগী অ্যাফেক্টেড হয়ে এসেছে অথবা কিছু মশা হয়তো ফ্লাইটে এসেছে। ৩০ অক্টোবর (রোববার) সচিবালয়ে এক সভা শেষে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘এডিস মশার প্রাদুর্ভাব বেড়েছে। এটা এখন পর্যন্ত যদিও ঢাকাকেন্দ্রিক, তার পরও দেখা যাচ্ছে- এখানে এসে অ্যাফেক্টেড (আক্রান্ত) হয়ে কেউ কেউ বিভিন্ন স্থানে যাচ্ছে।
সেখানেও এটা বিস্তার লাভ করতে পারে। ঢাকা থেকে গ্রামে যাওয়ার সম্ভাবনাও আছে। বহির্বিশ্বের ডেঙ্গু রোগীর তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ফিলিপাইনে এক লাখ ৩৮ হাজার এই মুহূর্তে আক্রান্ত। ব্যাংকক পোস্ট পত্রিকার তথ্য দিয়ে বলেন, ‘থাইল্যান্ডে বছরের প্রথম ছয় মাসে ২০ হাজার সাত শ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত চার বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত বছরে ১৪ হাজার ৯০০ জন আক্রান্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রী বলেন, এটা এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একসময় অতিমাত্রায় ডেঙ্গুরোগী ছিল এবং অনেক বেশি লোক আক্রান্ত, ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণ করেছে। এ জন্য তাদের ভালো কিছু অভিজ্ঞতার কথা আলোচনায় আসে, এ কথাটা এ জন্য রেফার করছি। এটা ফিলিপাইন থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসতেই পারে, তাহলে ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী, সিলেটে যাবে না- এই কথাটা আমি কী করে বলব?
Posted ৮:৪১ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh