বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। বাংলাদেশে রাশিয়া দূতাবাস ৫ আগস্ট (সোমবার) তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, মস্কো মনে করে বাংলাদেশে সরকারের যে পরিবর্তন হয়েছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে, আমরা সেই বন্ধুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াগুলির জন্য উন্মুখ হয়ে আছি। রাশিয়ার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ তার সাংবিধানিক নিয়মে ফিরে আসবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক সপ্তায় প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী। এ ঘটনার প্রেক্ষাপটে দেশে সৃষ্টি হয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার চলমান বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh