বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘সংখ্যালঘু ইস্যু করে ভারতের প্রপাগান্ডার কাউন্টার দিতে হবে। সমাজের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি। আপনারা যা দেখছেন, সেটা মিডিয়াতে প্রচার করুন। তারা একটা পজিশন নিয়েছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে।’
১২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ব্রিফ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব। মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের সরকার কোনো ধরনের ভায়োলেন্স (সহিংসতা), মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া কোনো কিছুকেই সহ্য করে না। প্রতিটা ক্ষেত্রে ইনভেস্টিগেট (তদন্ত) করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। আমাদের ঐকান্তিক চেষ্টা থাকবে যেন অপরাধীরা ছাড় না পায়।’
ভারতে শেখ হাসিনার অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে কি-না, সে বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক একটি বড় বিষয়। এটি পারস্পরিক স্বার্থের উপর গড়ে ওঠে। স্বার্থের ওপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে ওঠে। এসব স্বার্থগুলোতে আপস করা হলে তা টিকে না।’
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ‘বাংলাদেশে যেমন ভারতের স্বার্থ আছে, তেমনি দিল্লিতে ঢাকার স্বার্থ আছে। আমরা আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে সব চুক্তি বহাল রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh