বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে সংবাদ প্রকাশ করায় ভারতের নিউজ সম্প্রচার সংস্থা জি মিডিয়া করপোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ২১ আগস্ট সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখায়। সেখানে ফ্রন্টপেইজে লেখা, ‘সিস্টেম অ্যাডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
এ ছাড়া ফ্রন্টপেইজে হ্যাকাররা একটি বার্তা দিয়েছেন। যেখানে লেখা রয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। এ নিয়ে আরও কাদা ছোড়াছুড়ি করলে নিউজ চ্যানেল দখল এবং ধ্বংস করে দেওয়া হবে।’
এর আগে বুধবার (২১ আগস্ট) ‘জি ২৪ ঘণ্টা’ নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে একটি সংবাদ প্রকাশ করে। এর শিরোনাম ছিল ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি’। এই সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তুমুল সমালোচনা শুরু হয়। অবশ্য সমালোচনার মুখে শিরোনামটি পরিবর্তন করে সংবাদমাধ্যমটি।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh