বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশের সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি একথা বলেন।
জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে আর কোনদিন যেন কেউ পুলিশি রাষ্ট্র বানাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে; সংবাদ পত্রের অবাদ স্বাধীনতা নিশ্চিত করা হবে, বিদেশি সাংবাদিকদের অলিখিত যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে দেওয়া হবে; বিচারের আগে আদালত অঙ্গনে হামলা করে বিচার করা আমাদের ছাত্রদের আন্দোলনের ফসলকে সমস্যায় ফেলবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ১৫ বছরের স্বৈরশাসন দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটি একটি চ্যালেঞ্জ বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান পতিত স্বৈরশাসক নষ্ট করেছেন। কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছেন। দেশের মালিকানা নিজের ও পরিবারের হাতে তুলে দিয়েছিলেন স্বৈরাচার।
Posted ৮:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh