বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি অনেক সংস্কার প্রস্তাবে ছাড় দিয়েছে, যদিও কিছু প্রস্তাবে দলটি একমত নয়। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ আছে। বিএনপিও আলোচনা করছে, কিন্তু কিছু মিডিয়া ভুলভাবে প্রচার করছে যে বিএনপি সংস্কার মানছে না। তিনি বলেন, গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। বড় দল হিসেবে অন্য দলের মতামতকে সম্মান জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। তাই জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh