বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ২২ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
জানা গেছে, ২৩ ডিসেম্বর (বুধবার) বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঢাকায় তুর্কি দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন তিনি। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
এর আগে গত ২০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ঢাকায় তুরস্ক দূতাবাস জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের আমন্ত্রণে এ সফর। সফরে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন মেভলুত চাভুসোওগলু।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh