বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
মার্কিন নির্বাচনে ‘পণ্য’ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা। এবার এমন এক সময়ে মার্কিন নির্বাচন হচ্ছে, যখন গাজায় টানা এক বছরের বেশি সময় ধরে ইসরাইলের আগ্রাসন চলছে। হিজবুল্লাহর ‘হুমকি’ দমনের নামে ইসরাইল যুদ্ধ চালাচ্ছে লেবাননেও। এমন আবহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও কমলা দুজনই জোরেশোরে দাবি করছেন, তারা মধ্যপ্রাচ্যে শান্তি চান। দোদুল্যমান অঙ্গরাজ্য জয়ের চেয়ে এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে আরব আমেরিকানদের মন জয় করা। ২ নভেম্বর (শনিবার) আল জাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকান সমর্থকদের সাথে দেখা করেছেন। সেখানেও একই কথা বলেছেন তিনি। কথিত শান্তি প্রতিষ্ঠার কথা।
শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব-সংখ্যাগরিষ্ঠ শহরের বাসিন্দা আলবার্ট আব্বাস বলেছেন, এই বর্তমান প্রশাসন মানবতার সব দিক থেকে চরমভাবে ব্যর্থ হয়েছে। আব্বাস আরো বলেন, তিনি ট্রাম্পকে বলেছেন, ‘ফিলিস্তিন মুছে ফেলার সময় নীরবে দাঁড়িয়ে থাকতে পারবেন না’ এবং ‘অনুগ্রহ করে আমাদের রক্তপাত বন্ধ করতে সহায়তা করতে পদক্ষেপ নিন’।
ট্রাম্প বলেন, ‘আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে শান্তি চাই, সর্বত্র, সর্বত্র। এরা (আরব মুসলিমরা) বিস্ময়কর মানুষ, এবং আমি তাদের খুব প্রশংসা করি’। ডিয়ারবর্নে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৩-১ ব্যবধানে জিতেছিলেন জো বাইডেন। কিন্তু শহরটির অনেক বাসিন্দা গাজায় ইসরাইলের যুদ্ধের জন্য বিডেন-হ্যারিস প্রশাসনের সমর্থনে হতাশ।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh