বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে। গত দুই মাসের মধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরও বাড়বে।
তিনি আরও জানান, দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ছে। বর্তমানে জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের বেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
কুড়িগ্রাম সদর উপজেলার কাটাখালী ইউনিয়নের বাসিন্দা বিলকিস বলেন, রাত থেকে খুব ঠান্ডা পড়েছে। কম্বলের অভাবে ঠিকমতো ঘুমাতে পারিনি। ছোট ছেলেটা সারারাত সর্দি-কাশিতে ভুগেছে।
কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এ বছর ৯ উপজেলায় ৫৪ লাখ টাকার কম্বল কেনা হচ্ছে। প্রতি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই কম্বল বিতরণ সম্ভব হবে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh