বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী ও গায়ক মাইলি সাইরাস, যিনি বরাবরই ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর জানা ছিল ভক্তদের। পরে ম্যাক্স মোরান্দোর সঙ্গে প্রেম করার খবরও জানা যাচ্ছিল। তবে তাদের বাগদান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে গত সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে, নতুন সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রিমিয়ারে মাইলি ও ম্যাক্সকে একসঙ্গে দেখা যায়। সেখানে লাল গালিচায় হাঁটার সময় মাইলির হাতে একটি হীরার আংটি দেখা গেছে।
তারা বেশ ঘনিষ্ঠভাবে ছবিও তোলেন। সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা লক্ষ্য করেন, মাইলির বাম হাতের আঙুলে একটি বড় হীরার আংটি রয়েছে। অনুরাগীদের ধারণা, এটা তাদের বাগদানের আংটি।
এই আংটি কয়েকদিন আগেও প্রকাশ্যে এসেছিল। এটি প্রথম দেখা যায় ২৩ নভেম্বর, মাইলির জন্মদিন উদযাপনের সময় ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে। সোনার ব্যান্ডযুক্ত এই আংটি প্রিমিয়ারে পুনরায় নজরে আসে।
যদিও মাইলি বা মোরান্দো কেউই এখনো বাগদান নিশ্চিত করেননি। তবে গুঞ্জন আরও তীব্র হয়েছে মোরান্ডোর পিতা ইনস্টাগ্রামে দম্পতিকে অভিনন্দন জানানোর পর।
২০২১ সালের শেষ দিকে দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়। ২০২২ সালে সম্পর্কের কথা নিশ্চিত করলেও পরবর্তী সময় এ বিষয়ে খুব বেশি কথা বলেননি।
মাইলি সাইরাস প্রথমে খ্যাতি পান ডিজনি চ্যানেলের হান্নাহ মোনতাহা সিরিজের মাধ্যমে। এছাড়া তিনি কয়েকটি সিনেমা ও টিভি শোতেও অভিনয় করেছেন। তার পপ ও রক সঙ্গীত বিশ্বজুড়ে গায়িকা হিসেবে তাকে খ্যাতিমান করেছে।
সূত্র: এনডিটিভি
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh