বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই তারকা। কেয়া পায়েল জানান, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। তার মতে, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই স্বাধীনতা অপরিহার্য। বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে রাখঢাক না করে তিনি জানান, জীবনের এত বড় সিদ্ধান্ত তিনি গোপনে নিতে নারাজ।
কেয়া পায়েল বলেন, ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক। সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা।’
হবু শ্বশুরবাড়ির কাছেও তার একটি বিশেষ প্রত্যাশা রয়েছে। অভিনেত্রী চান, যে পরিবারে তার বিয়ে হবে তারা যেন তাকে মন থেকে আপন করে নেয়। তিনি নিজেও তাদের আপন করে নেবেন।
এই প্রসঙ্গে কেয়া পায়েল আরও বলেন, ‘এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।’
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh