বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার আবারও একটি মৌলিক গান নিয়ে ভক্তদের সামনে এলেন। গানটির নাম ‘এই ব্যথা’। মাহি ফ্লোরার কথায় এবং এহসান রাহির সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আর এর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। অনেকটা আনন্দঘন পরিবেশে গানটি অবমুক্ত করে ধ্রুব মিউজিক স্টেশন। সেখানে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসের মতো সংগীতাঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ।
নতুন এই গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পর এমন একটি আয়োজনের মাধ্যমে গান প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। টিমের সবাই খুব পরিশ্রম করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজ আমার বড় মেয়ের জন্মদিন। এমন একটি দিনে গানটি প্রকাশ হওয়ায় আমি ভীষণ আপ্লুত। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের হয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh