বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ভারতের নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শুরুর আর বাকি চারদিন। সম্মেলনে যোগ দেয়ার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু এমন সময় তার স্ত্রী ফার্স্টলেডি জিল বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় করোনামুক্ত আছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে এ তথ্য।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, জিল বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ সামান্যই। গত বছর আগস্টে সর্বশেষ তার করোনা পজেটিভ ধরা পড়েছিল পরীক্ষায়। তার যোগোযাগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার বিবৃতিতে বলেছেন, সোমবার সন্ধ্যায় ফার্স্টলেডির করোনা-১৯ পজেটিভ এসেছে। তিনি দেলাওয়ার রাজ্যে রিহোবোথ বিচে নিজেদের বাড়িতেই অবস্থান করবেন। এদিনই সন্ধ্যায় দেলাওয়ার থেকে একা ফিরেছেন প্রেসিডেন্ট বাইডেন।
ফার্স্টলেডির করোনা পজেটিভ ধরা পড়ার পর একই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনেরও পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে। এ সপ্তাহে নিয়মিত ভিত্তিতে পরীক্ষা করাবেন প্রেসিডেন্ট এবং তার লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হবে। এ অবস্থায় বাইডেনের বিদেশ সফর, বিশেষত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তাৎক্ষণিকভাবে এ প্রশ্নের কোনো জবাব দেয়নি হোয়াইট হাউস।
উল্লেখ্য, ভূ-রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির জন্য এবারের জি২০ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এতে আগামী বৃহস্পতিবার যোগ দেয়ার কথা জো বাইডেনের। সেখান থেকে রোববার তার যাওয়ার কথা হ্যানয়ে।
জো বাইডেন এবার ২০২৪ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তবে নির্বাচনে তার বয়সকে ভোটাররা খুব বেশি আমলে নিচ্ছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্সির দায়িত্ব পালনের জন্য তিনি সবচেয়ে বয়সী প্রার্থী হচ্ছেন। বিরোধী রিপাবলিকানরা তো বলেই দিয়েছেন, তিনি এত বেশি বয়সী যে, আরেকটি চার বছর মেয়াদি দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। তবে বাইডেনের মিত্ররা অটল। তারা বলছেন, তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের জন্য ‘ফিট’ আছেন।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh