নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির নির্বাচন ২৫ এপ্রিল
উত্তর আমেরিকার অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর নির্বাচনে গত ১৪ এপ্রিল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি হলে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজের নিকট একটি মাত্র প্যানেল তাদের মনোনয়নপত্র দাখিল করে। প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময় ১৪ এপ্রিল নির্বাহী কমিটির ১৭ সদস্যের মধ্যে কেবল একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে। প্রার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে সরাসরি তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেনÑ সভাপতি সেবুল খান মাহবুব, সিনিয়র সহসভাপতি আজাদুর রহমান, সহসভাপতি তৌফিকুর রহমান ফারুক ও মো. আবুল আলম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ-কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ এবং কার্যকরী সদস্য আব্দুল মনাফ, ফারুক কবির, মাসুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ ও মোহাম্মদ মাহমুদ হোসাইন। এ নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী মাহবুব-শিহাব প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। নিবাচনে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, নির্বাচন কমিশনার মোহাম্মদ এহিয়া মেন্দী এবং আলমাছ আলী।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh