বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
কিম জং উন ও তার বোন কিম ইয়ো জং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং বলেছেন, ‘দুর্গন্ধ ছড়াবেন না।’ ইয়ো-জং এমন সময় এই হুঁশিয়ারি দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোরীয় নীতি নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি বাইডেন প্রশাসন জানিয়েছে, তার কয়েক সপ্তাহ ধরেই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করছে। তবে পিয়ংইয়ং এখনও প্রেসিডেন্ট বাইডেনের দপ্তরকে কোনো জবাব দেয়নি।
ইয়ো-জংয়ের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমান বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি পরামর্শ হচ্ছে, তারা সাগরের ওপার থেকে আমাদের জমিতে গানপাউডারের গন্ধ ছিটানোর চেষ্টা করছেন। তারা যদি আগামী চার বছর শান্তিতে ঘুমাতে চায়, তাহলে সবচেয়ে ভালো হবে প্রথম পদক্ষেপেই তারা যেন গন্ধ ছড়ানো থেকে সংযত থাকে।’
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও সমালোচনা করেছেন উনের বোন। তিনি বলেছেন, ‘‘দক্ষিণ কোরিয়ার সরকার আবারও ‘যুদ্ধযাত্রা’ ও ‘সংকটের যাত্রাকে’ বেছে নিয়েছে।’’
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh