বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২৯ জুন ২০২০
বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান। গতকাল রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেন।
তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
২৯ জুন (সোমবার) দায়িত্ব গ্রহণ করবেন জানিয়ে শামসুজ্জামান খান জানান, বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি তিনি ফোনের মাধ্যমে জেনেছেন। বাংলা একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করার কথা জানান তিনি।
এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে তিনি প্রয়াত হন। তার স্থলাভিষিক্ত হলেন শামসুজ্জামান খান। তিনি এর আগে ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh