বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। ছবি : ডন থেকে নেওয়া
সীমান্তে ‘ভারতীয় কার্যকলাপের বিরুদ্ধে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের অভাবের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। সেইসঙ্গে তিনি নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। পাকিস্তানের ৭৬তম স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে ১৩ আগস্ট (রবিবার) গভীর রাতে কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্যকালে তিনি এই নিন্দা জানান। খবর : ডন
আজাদী প্যারেডে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, ‘কষ্টার্জিত স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় পাকিস্তান তা জানে।’
জেনারেল মুনির দেশের বিপুল সম্পদ ও যুবসমাজের উৎসাহের প্রশংসা করে তাদের বিশ্বাস, ঐক্য ও শৃঙ্খলায় অবিচল থাকার আহ্বান জানান। এ সময় তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য ও পাকিস্তান সৃষ্টির চেতনার ওপর জোর দিয়ে জাতির প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানান।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh