বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
বিয়ের পর ভূস্বর্গ কাশ্মীরে হানিমুন গিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। কাশ্মীরের গ্লুমবার্গ থেকে ইনস্টাগ্রামে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করছেন তিনি। করোনাকালে অক্টোবরে ইসলামের প্রতি অনুরক্ত হওয়ার ঘোষণা দেন সানা। পরের মাসে বিয়ে করেন মাওলানা আনাস সাঈদকে। হানিমুনে স্বামী-স্ত্রী দুজনকে দেখা গেছে ভিন্ন স্টাইলে। সঙ্গে তো শীতের পোশাক আছেই। তুষারপাতে মাতোয়ারা হয়ে আছেন তারা।
গুলমার্গে পৌঁছানোর আগেই ভিডিও শেয়ার করেন সানা। তিনি জানান, প্রচণ্ড বরফ পড়ছে চারপাশে, যা দেখে তিনি খুশিতে পাগল হয়ে যাচ্ছেন। এরপর কখনো বরফের ছবি আবার কখনো বিভিন্ন খাবারের ছবি শেয়ার করছেন সানা। ইনস্টাগ্রামে ভক্তদের প্রশংসা পাচ্ছে সেসব ছবি।
সানা খানের পাশাপাশি মাওলানা আনাসও ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কাশ্মীরের সৌন্দর্য দেখে অভিভূত আনাস বলেন, সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি। নভেম্বরের ২০ তারিখে সুরাটে এক ঘরোয়া আয়োজনে মাওলানা আনাসকে বিয়ে করেন সানা। দুই দিন পর স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, একে অপরকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বিয়ে করেছেন।
একসময় হিন্দি, তামিল, তেলেগু ও কান্নাড়াসহ একাধিক ভাষায় নির্মিত ছবির এ অভিনেত্রী এখন সিনেমা জগৎ থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছেন। বাকি দিনগুলো তিনি ইসলামী অনুশাসনে চলতে চান।
Posted ২:০৬ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh