বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৯ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। করোনার নতুর ধরন মোকাবিলায় এ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। খবর আরব নিউজের।
এ চার দেশ থেকে ফ্রান্সের নাগরিক, তাদের স্বজন, ইউরোপীয় নাগরিক, এমনকি ফ্রান্সের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য বলে জানানো হয়েছে। এ ছাড়া অন্য দেশ থেকে ফ্রান্সে প্রবেশ করলে তাকে অবশ্যই ১০ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আগে থেকেই ব্রাজিলের সঙ্গে ফ্রান্সের সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা ছিল, যা আগামী শনিবার প্রত্যাহারের কথা ছিল। তার আগেই নতুন করে ব্রাজিলসহ চার দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh