ঢাকা : | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
ড. জায়েদ বখতকে আবারও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন আব্দুছ ছালাম আজাদ। গত ৭ ডিসেম্বর তাঁদের নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ড. জায়েদ বখতকে চেয়ারম্যান নিয়োগ দিতে গত ৭ ডিসেম্বর অগ্রণী ব্যাংককে চিঠি দেয়। জায়েদ বখত ২০১৪ সাল থেকে তিন বছর করে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবারসহ তিনি তিন দফায় ৯ বছরের জন্য চেয়ারম্যান হবেন।
এদিকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন আব্দুছ ছালাম আজাদ। ২০২৩ সালের ২৯ এপ্রিল তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সম্মতিক্রমে এ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সদ্য অবসরে যাওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪-এর ১১ ও ১২ ধারা অনুযায়ী, মো. আকরাম-আল-হোসেন, সিনিয়র সচিবকে (পিআরএল ভোগরত) পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh