বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদি শাসন বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, ৮ দলেরও বিজয়ও চাচ্ছি না। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত হয়েছে, এর বাইরে গিয়ে কোনো কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে ৮ দলের সমাবেশে এ কথা বলেন তিনি। একই সমাবেশে অন্য নেতারা বলেন,আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে।
জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে ৮ দলের সমাবেশ। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ৮ দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আট দল কোন একক দলের বিজয় চায় না, কোন বিদেশি কর্তৃত্বও মানা হবে না।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না। আগামী নির্বাচনে ইসলামের বিজয় দেখছেন ইসলামী দলগুলোর নেতারা। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে আগে বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় চট্টগ্রামের সমাবেশ থেকে।
Posted ৯:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh