বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৮ মে ২০২৩
ছবি : সংগৃহীত
প্রায় এক যুগ পর আরব লিগে ফিরেছে সিরিয়া। মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দিতে সম্মত হন। ৭ মে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই সিরিয়াকে জোটভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই সম্মেলনে আমন্ত্রণ পাবেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়াকে আরব লিগে ফেরানোর বিষয়টি ইঙ্গিত দিচ্ছে আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে আরব বিশ্ব।
২০১১ সালের মার্চে বিরোধী দলীয় বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট বাশার। এরপরই আরব লিগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিরিয়ার ওই সরকার বিরোধী বিক্ষোভ পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন ২ কোটি ৩০ লাখ মানুষ। ‘সিরিয়ার সমস্যা’ দ্রুত সমাধানেই দেশটিকে আবারও আরব লিগে ফেরানো হচ্ছে। মূলত এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে জর্ডান।
চীনের মধ্যস্থতায় গত মাসে সৌদি আরব ও ইরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। এরপরই হঠাৎ করে পাল্টে যায় ওই অঞ্চলের চিত্র। এছাড়া ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর মানবিক দিক বিবেচনা করে দেশটিকে আবারও জোটভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে আরব বিশ্বের দেশগুলো সিরিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা তাদের অবস্থান পাল্টাবে না। এমনকি সিরিয়াকে আরব লিগে ফেরানোর আগে কিছু দাবি-দাওয়া আদায়ের পরামর্শও দিয়েছিল দেশটি।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh