বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ১ ডিসেম্বর (সোমবার) রাত ৯টা ৫৬ মিনিটে নিজের এক্স একাউন্টে দেয়া এক বার্তায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে বছরের পর বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।
তার চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতায় ভারত প্রস্তুত। এদিকে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উল্লেখযোগ্য। ওদিকে সোমবার তার চিকিৎসার জন্য চীন ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় পাঠিয়েছে।
Posted ১১:১৭ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh