বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৫ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
দিন দিন চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হচ্ছে। দুই দেশের মধ্যে যেকোনও সংঘাত ‘বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয়’ ডেকে আনবে বলে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। তাই চীন সংঘাতের পরিবর্তে আলোচনায় আগ্রহী।
৪ জুন (রোববার) সিঙ্গাপুরে ‘সাংগ্রি-লা ডায়ালগ’ শীর্ষক এশিয়ার দেশগুলোর শীর্ষ প্রতিরক্ষা সম্মেলনের শেষদিনে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু এমন মন্তব্য করেন। চীনের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সরাসরি আলোচনার একটি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার একদিন পরই এ কথা বললেন তিনি।
লি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে ও সহযোগিতা গভীর করতে উভয়পক্ষকে অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়।
এটা অনস্বীকার্য যে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুতর সংঘাত বা কোনো সংঘর্ষ বিশ্বের জন্য এক অসহনীয় বিপর্যয় ডেকে আনবে।’
সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যুদ্ধজাহাজ চলাচল করায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা করেছে চীন। এমনকি বেইজিংয়ের সামরিক বাহিনী ওই দুই দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ঝুঁকি সৃষ্টির বিষয়েও অভিযোগ তুলেছে।
শনিবার যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, তাইওয়ান প্রণালীতে অতিক্রম করার সময় একটি মার্কিন ডেস্ট্রয়ারের কাছ দিয়ে ‘বিপজ্জনক কৌশল’ দেখিয়েছে চীনের যুদ্ধজাহাজ। আর চীনা বাহিনীর এমন আচরণকে উস্কানি হিসেবে দেখছে বাইডেন প্রশাসন। কিন্তু এর আগে বেইজিং অভিযোগ করেছে, তাইওয়ানকে কেন্দ্র করে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ওয়াশিংটন।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh