বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৮ জুলাই ২০২২
গুলিবিদ্ধ হওয়ার পর পড়ে যান শিনজো আবে। ছবি : রয়টার্স
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনোজো আবেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ৮ জুলাই (শুক্রবার) পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হলে লুটিয়ে পড়েন তিনি। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, পেছন থেকে সেই সময় তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজন পুরুষ সন্দেহভাজনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে। এনইচকের এক প্রতিবেদক বলেন, বন্দুকের গুলির মতো শব্দ পেয়েছেন। পরে শিনজো আবেক রক্তাক্ত অবস্থায় দেখেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩০ এর দিকে লুটিয়ে পড়েন তিনি। আবের ঘনিষ্ঠ সূত্র এনইচকে জানিয়েছে, তাকে বুকে গুলি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিলেন। একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বজুড়ে তার ব্যাপক সুনাম রয়েছে।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ জুলাই ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh