বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। ১১ আগস্ট (সোমবার) রাতে ঢাবির জনসংযোগ দফতরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, খসড়া ভোটার তালিকার আপত্তিগুলো নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনক্রমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা হলো ৩৯ হাজার ৭৭৫ জন। ভোটার তালিকা ঢাবির সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh