বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাকায় কূটনীতিকদের সঙ্গে বিএনপির ইফতার

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

ঢাকায় কূটনীতিকদের সঙ্গে বিএনপির ইফতার

ছবি : সংগৃহীত

ঢাকায় বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে বিএনপি। ১২ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীর হোটেল ওয়েস্টিনে মুসলিম দেশগুলোসহ বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কূটনীতিকদের শুভেচ্ছা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতারের পূর্বক্ষণে স্বাগত বক্তব্যে বলেন, আগে সবসময় দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সঙ্গে ইফতার করতেন। তিনি আজ গৃহবন্দি অবস্থায় আছেন। ইফতারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রিত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুর্কির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান একই টেবিলে বসে ইফতার করেন।

ইফতারে বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন।


এ ছাড়া জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা এতে অংশ নেন।

শিক্ষাবিদ আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক বোরহান উদ্দিন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক ব্যাংকার বখতিয়ার নাসের, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব তাজুল ইসলাম, সাবেক কূটনীতিক মো. আল হারুনসহ সরকারি ও বেসরকারি সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে উপস্থিত ছিলেন।


ইফতার পার্টিতে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, মীর নাসির, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সুজা উদ্দিন, ইসমাইল জবিহউল্লাহ, আবদুল কাইয়ুম, এনামুল হক চৌধুরী, বিজন কুমার সরকার, ফজলে এলাহী আকবর, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শামা ওবায়েদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান, তাবিথ আউয়াল, ফাহিমা নাসরিন মুন্নী, অনিন্দ্য ইসলাস অমিত, মীর হেলাল, ব্যারিস্টার রুমিন ফারহানা, রিয়াজ উদ্দিন খান নসু, নজরুল ইসলাম আজাদ, ফরহাদ হোসেন আজাদ অংশ নেন। পরে মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজে অংশ নেন।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার সব বিদেশি দূতাবাসে মৌসুমি ফল পাঠানো শুরু করেছে বিএনপি। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

সূত্র জানায়, আমেরিকা-ভারতসহ ঢাকায় অবস্থিত সব বিদেশি দূতাবাসে যেসব দেশীয় মৌসুমি ফলমূল পাঠানো হয়েছে তার মধ্যে তরমুজ, আতা, বেল, কলা, সফেদা প্রভৃতি রয়েছে।

advertisement

Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার
কাঁঠাল সমাচার

(1400 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.