বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০২ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধে ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর : বিবিসির। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এছাড়া এ সময়ে রাশিয়ার ৮০ হাজার সেনা আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অর্ধেকেই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। বাহিনীটি বাখমুত শহর দখল নিতে মরিয়া হয়ে লড়ছে।
গত আট মাসের বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরটি দখল নিতে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখলে রেখেছে মস্কো, কিন্তু পশ্চিমে কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইউক্রেন।
জন কিরবি বলেছেন, আমরা অনুমান করছি গত ৫ মাসে রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহত হয়েছে, এর মধ্যে নিহত হয়েছে ২০ হাজার।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh