বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২৯ জুন ২০২০
চাঁদপুরের অন্যতম দর্শনীয় স্থান বড়স্টেশনের তিন নদীর মোহনায় এখনো দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে জড়ো হওয়া বেপরোয়া এসব মানুষের লাগাম টেনে ধরতে এবার নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। বড়স্টেশনের বিশেষ এলাকাটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
দর্শনার্থীদের ভিড় এড়াতে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য গত ২৮ জুন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত দর্শনার্থীদের সরিয়ে দিয়েছেন।
এই বিষয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, পরিস্থিতির আলোকে গোটা এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এরপরও কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে বড়স্টেশনে প্রবেশ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে তিন নদীর মোহনা (পদ্মা মেঘনা ডাকাতিয়া) বড়স্টেশন এলাকাটি বেশ দর্শনীয় হওয়ায় বছরজুড়ে হাজারো মানুষের ভিড় জমে। এতে শুধু চাঁদপুরেরই নয়, রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকেও দর্শনার্থীরা আসছেন।
তবে অন্য সময় জমজমাট পরিবেশ দেখা গেলেও করোনা পরিস্থিতিতেও এমনটা হওয়ায় সেখানে উপস্থিত অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার উপক্রম হয়েছে।
এদিকে, গত কয়েকদিন ধরে বড়স্টেশনে দর্শনার্থীর ভিড় বাড়তে থাকায় বিষয়টি প্রশাসনের নজরে পড়ে। তারপরই পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান একদল স্বেচ্ছাসেবক নিয়ে সেখানে ছুটে যান। পরে কয়েক ঘন্টা অবস্থান করে বড়স্টেশনকে লকডাউন ঘোষণা করেন। এ সময় এলাকার মূল প্রবেশপথে বিভিন্ন সামগ্রী দিতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যাতে সেখানে কেউ প্রবেশ করতে না পারে।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh