বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ইন্দোনেশিয়া, নেপাল, কসোভো, থাইল্যান্ড, মিশর, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৃথক বার্তায় ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও হাইকমিশন বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, ‘এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।’
চীনের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসঙ্গে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।’
ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ‘ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এক বার্তায় বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। ১৯৭১ সালের এই দিনেই নয় মাস ধরে চলা মুক্তিযুদ্ধের অবসান ঘটে। বাংলাদেশের জনগণের বিজয় দেশের ইতিহাসে একটি নতুন সূচনার চিহ্নিত করেছে, যা অনুপ্রেরণা ও আশার সঞ্চার করেছে—জীবন আরও ভালোভাবে পরিবর্তিত হবে এমন প্রত্যাশা জাগিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সোভিয়েত ইউনিয়ন সর্বান্তকরণে নতুন রাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করেছিল। বর্তমানে রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার শ্রেষ্ঠ ঐতিহ্য অব্যাহত রাখতে পেরে আনন্দিত।’
Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh