বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি
বড়দিনের ছুটিতে সাধারণ মানুষ ভ্রমণে বের হলে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ বাড়বে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ১৯ ডিসেম্বর (রোববার) মার্কিন টেলিভিশন এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে
ফাউসি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। বিশ্বজুড়ে বর্তমানে ওমিক্রন তাণ্ডব চালাচ্ছে।’
করোনাভাইরাসের সর্বশেষ ভ্যারিয়্যান্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ। ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের দেশ ফ্রান্স ও জার্মানি। বড়দিনের ছুটিতে ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় এরই মধ্যে নেদারল্যান্ডস কঠোর লকডাউন আরোপ করেছে।
এ ছাড়া যারা কোভিড টিকা নিয়েছে, তাদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছে বিভিন্ন দেশের সরকার। বিশেষজ্ঞেরা বলছেন, করোনার কারণে গুরুতর স্বাস্থ্য জটিলতা ঠেকাতে প্রায় ৮৫ শতাংশ কার্যকর বুস্টার ডোজ। এর পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে অ্যান্থনি ফাউসি ১৯ ডিসেম্বর (রোববার) বলেছেন, ওমিক্রন ভ্যারিয়্যান্ট যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াতে শুরু করলে সে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর গুরুতর প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর ওপর ওমিক্রনের প্রভাব পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেন ফাউসি।
এ ছাড়া ফাউসি বলেন, জনসাধারণকে মাস্ক ব্যবহার করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া যারা এখনও কোভিড টিকা এবং বুস্টার ডোজ নেয়নি, তাদের এসব ডোজ নেওয়ার আহ্বান জানান ফাউসি।
এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে অ্যান্থনি ফাউসি বলেছিলেন, যারা টিকা নেয়নি, তারা সংক্রমিত এবং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে।
Posted ৫:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh