বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ধ্বংসস্তুপের নিচ থেকে এখনও জীবিত উদ্ধার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে যেতে পারে, এমন আভাস দিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস। ১১ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস শহরে পৌঁছান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, এখনই সঠিক সংখ্যা বলে দেয়া খুব কঠিন। খবর : স্কাই নিউজের
স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্টিন বলেন, এখনও ধ্বংসস্তূপের নিচে যত মানুষ চাপা পড়ে আছে, তাদের উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ৫৬ হাজারে। এখন যা আছে তার দ্বিগুণ বা তিন গুণ হতে পারে এই সংখ্যা। ভূমিকম্পে শুধু তুরস্কেই এ পর্যন্ত ২৪ হাজার ৬১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়াসহ মোট নিহতের সংখ্যা ২৯ হাজারের বেশি।
জাতিসংঘ বলছে, তুরস্ক ও সিরিয়ায় ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। শুধু সিরিয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে ৫৩ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh