বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৫ জুলাই ২০২১
সমুদ্রবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন
মেক্সিকোর ইয়ুকাটানে সমুদ্রবক্ষে দাউদাউ জ্বলছে আগুন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল। নীল সমুদ্রের মাঝো লাল চোখ। প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিভে যায়। কী করে সমুদ্রজলে লাগল আগুন? জানা গিয়েছে, সমুদ্রের নীচ দিয়ে যাওয়া পাইপের গ্যাস বেরিয়েই ঘটে এই বিপত্তি।
জানা যায়, কু মালোব জাপ ওয়েল ডেভেলপমেন্ট এর প্রজেক্টের পাইপলাইন গিয়েছে পানির নীচ দিয়ে। সেই পাইপলাইনেই লিক হয়ে গ্যাস বেরিয়ে যায়। ঘটনায় কোনো হতাহত হয়নি। ভোর ৫টা ১৫ নাগাদ গ্যাস লিক শুরু হয়। সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয় সাড়ে ১০টা নাগাদ।
মেক্সিকোর তেল নিয়ন্ত্রক সংস্থা এএসইএ প্রধান অ্যাঞ্জেল ক্যারিজেলস এ বিষয়ে একটি টুইট করেছেন। তবে ‘আগুন-চোখ’ নিয়ে কিছু বলা হয়নি।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh