বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। ফাইল ছবি
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ৩১ জুলাই ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়। খবর : বিবিসির
সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছিলেন জাওয়াহিরি। এই সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।
কাবুলে যুক্তরাষ্ট্রের এই হামলাকে আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের এক মুখপাত্র। অপরদিকে, এক মার্কিন কর্মকর্তা বলেন, ২০২০ সালে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান যে চুক্তি করেছিল, কাবুলে জাওয়াহিরির উপস্থিতিতে তা লঙ্ঘন হয়েছে।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh