বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি : সংগৃহীত
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মগ লিবারেশন আর্মি ও তাদের প্রতিপক্ষের মধ্যে গুলি বিমিয়ের ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ২২ মার্চ (মঙ্গলবার) সকালে বান্দরবানে রাঙামাটির রাজস্থলী সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে সেখানে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছেছে। আশপাশের পাড়াগুলোর লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন- জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন, তারা কোনো দলের তা এখনো জানা যায়নি।
গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানান, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুনপাড়া এলাকায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এক পথপ্রদর্শকসহ তিনজনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। ঘটনাটি তারা নিরাপত্তা বাহিনীকে জানান।
এদিকে বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে সংঘাত চলে আসছে। গত এক বছরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh