বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সের মাধ্যমে ওসমান হাদিকে বিদেশে নিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়। গত দুদিনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করা হয়।
Posted ৯:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh