বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে। এজন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণটি তাৎক্ষণিকভাবে রেকর্ড করে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ডের পাশাপাশি সিইসি ও পূর্ণ কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্বাচন কমিশন সূত্র বলছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই প্রচলিত নিয়ম অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
ইসি কর্মকর্তারা আরও জানান, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে, আর ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। সিইসির ভাষণে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা এবং প্রার্থীদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিইসির ভাষণ রেকর্ড করা হয়নি; তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি বিটিভি ও বেতারে তফসিল প্রচার করেছিলেন। তবে এবার তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড আকারে সম্প্রচার করবে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে ইসির এ ধরনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ এবং নির্বাচন সংশ্লিষ্ট মহলে ইতিমধ্যেই তা আলোচনার সৃষ্টি করেছে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh