বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ২৮ জুন ২০২০
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বায়ুদূষণের মধ্যে বসবাস করে। একটি সংস্থার হিসাব মতে, ৯০ শতাংশের বেশি মানুষ কোনো না কোনোভাবে বায়ুদূষণের মধ্যে বাস করছে। এ কারণে বাংলাদেশে প্রতি বছর মারা যাচ্ছে এক লাখ ২৩ হাজার মানুষ। আর বায়ুদূষণে অবস্থানের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বিভিন্ন সংস্থার গবেষণা এবং বিশেষজ্ঞরা বলছেন বায়ুদূষণ রোধ করা গেলে পাঁচ ধাপে উপকৃত হবে দেশ।
এগুলো হলো- মানুষের গড় আয়ু বাড়বে এক বছর তিন মাসের বেশি করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহজ হবে, মানুষ রোগ সংক্রমণ থেকে রক্ষা পাবে, প্রতিবন্ধী সমস্যা দূর হবে এবং অর্থনৈতিক সুবিধা বাড়বে। বায়ুদূষণ নিয়ে কাজ করা সংস্থা ‘স্টেট অব গ্লোবাল এয়ারে’র প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।
অন্য দিকে বিশেষজ্ঞরা বলছেন, একটি প্রজন্ম যদি দীর্ঘসময় বায়ুদূষণের মধ্যে কাটায় তাহলে পরবর্তী প্রজন্মের ওপর তার মারাত্মক প্রভাব পড়বে। বৈশ্বিক উষ্ণতার প্রকোপ মুক্তিতে বায়ুদূষণ রোধ করা খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে গবেষক ও পরিবেশবিদরা জানান, বায়ুদূষণ রোধ করা গেলে সবচেয়ে বড় যে উপকারটি হবে, সেটি হচ্ছে ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা’। বায়ুদূষণের জন্য মানুষের শরীরে যেসব রোগের সংক্রমণ বেড়ে যাচ্ছে, সেগুলো থেকেও রক্ষা পাওয়া যাবে।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh