বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)। ১৪ অক্টোবর (শনিবার) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলছে, প্রাণভয়ে গাজায় মানুষ পালিয়ে বেড়াচ্ছে। সেখানে সুপেয় পানি সংকটের পাশাপাশি নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের উত্তর গাজা শহর খালি করতে বলার ঘোষণা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার উত্তর গাজার বেসামরিক ১১ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে চলে যেতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইসরায়েল।
এ নিদের্শনার পরই হাজার হাজার মানুষকে উত্তরাঞ্চল ছাড়তে শুরু করে। অনেকে হেঁটে রওনা হয়েছেন। মাইলের পর মাইল দীর্ঘ বাস্তুচ্যুত মানুষের সারি দেখা যায়। গাজায় স্থল অভিযান চালানোর লক্ষ্যেই ইসরায়েল এ নিদের্শনা দেয়। এ অভিযানে ভয়াবহ ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ। তারা বলছে, এত অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া ‘অসম্ভব’। বিশ্ব সংস্থাটি নির্দেশনা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আগেই গাজা সীমান্তের কাছে লাখ লাখ সেনা, ট্যাঙ্ক ও নানা সামরিক সরঞ্জাম জড়ো করেছিল ইসরায়েল।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh