বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাট্যাসে এ তথ্য জানান।
স্ট্যাট্যাসে তিনি লিখেন, টাঙ্গাইল শাড়ি ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে সদ্য অন্তর্ভুক্ত হয়েছে। ইউনেস্কোতে আমাদের দলের দারুণ কাজের জন্য অভিনন্দন।
টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হাতে বোনা শাড়ি। বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের এই শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করে।
Posted ১০:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh