বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর (শনিবার) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটি জানান প্রধান উপদেষ্টা। এছাড়া হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, হাদির হত্যার সাথে যাদের নাম আসবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি সবাইকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র। ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন শনিবার সরকারি আধা সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
Posted ১১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh