রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওসমান হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে একটি অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম—প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘নগ্ন ও সরাসরি আক্রমণ’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ এই হত্যাকাণ্ড ও সহিংস হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সংকটময় উত্তরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এ ধরনের সহিংস ঘটনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যুব নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড একটি শকিং ও অগ্রহণযোগ্য ঘটনা। তিনি জানান, গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে গণপিটুনি, সহিংসতা ও বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা এখনই কঠোরভাবে প্রতিরোধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনাকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উসকানিমূলক বক্তব্য এবং কিছু রাজনৈতিক গোষ্ঠীর দায়িত্বজ্ঞানহীন আচরণ দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ ধরনের সহিংস প্ররোচনা ও ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, সহিংসতা, রাজনৈতিক প্রতিহিংসা ও গণমাধ্যমের ওপর হামলা বন্ধ না হলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া চরম ঝুঁকির মুখে পড়বে। এজন্য অবিলম্বে দোষীদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Posted ১০:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার
কাঁঠাল সমাচার

(1993 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.