ঢাকা | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।’
রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে দেওয়া সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জাতীয় সংসদের ৬২ জন স্বতন্ত্র নবনির্বাচিত সংসদ সদস্য গণভবনে উপস্থিত হন। সভা পরিচালনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে। কাউলের লেখা বইয়ের রেফারেন্স দেন। আমাদের সংসদ ওয়েস্টমিনস্টার টাইপ পার্লামেন্ট।’
স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন গৃহহীন থাকে, প্রধানমন্ত্রী তাদের জন্য ঘর তৈরি করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।’
Posted ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh