বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
কলম্বিয়ায় পৃথক তিনটি হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ২০১৬ সালে সরকারের সঙ্গে ফার্ক গেরিলাদের শান্তি চুক্তি সম্পাদনের পরে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। দেশটির উত্তর পশ্চিমের এন্টিওকিয়া, উত্তরের বলিভার ও উত্তর পূর্বের সিজার অঞ্চলে গত তিন দিনে পৃথক হামলায় একইভাবে তিন বা ততোধিক লোক হত্যার শিকার হয়েছে ।
পুলিশের আঞ্চলিক প্রধান কর্নেল এভার গোমেজ সাংবাদিকদের বলেন, সোমবার এন্টিওকিয়ার জারাগোজা শহরে হামলায় ৫ জনের মুত্যু হয়েছে। তিনি এএফপিকে বলেন, একই দিনে বলিভারের সিমিটি এলাকায় তিনজনের মুত্যু হয়েছে। তবে নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, সিজার অঞ্চলের এন্টিওকিয়া শহরে হামলায় ভেনিজুয়েলার এক দম্পতি নিহত হয়েছে। কয়েক দশকের সংঘাত অবসানে ২০১৬ সালে বামপন্থী ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের পরে এই সহিংসতা অবসানের আশা করা হয়েছিল, কিন্তু হামলায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh