বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
কানাডার ইয়েলোনাইফ শহরের দিকে দ্রুত এগিয়ে আসছে ভয়াবহ দাবানল। ২০ হাজার মানুষের এই শহর থেকে ১৭ আগস্ট দাবানলের অবস্থান ছিল ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে শনিবারের মধ্যে দাবানল শহরের কাছাকাছি চলে আসতে পারে। এ জন্য বাসিন্দাদের আজকের মধ্যে শহর ছাড়তে বলা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, কানাডার উত্তরাঞ্চলে ইয়েলোনাইফ শহরের অবস্থান। উত্তর-পশ্চিম অঞ্চলে এই বছর কমপক্ষে ২৪০টি দাবানলের ঘটনা ঘটেছে। এবারের ভয়াবহ দাবানলের কারণে গত ১৫ আগস্ট শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে শহরের বাসিন্দাদের সরিয়ে নিতে বিমানের ব্যবস্থা করেছে কানাডা সরকার। তবে এরপরও অনেকে মানুষ নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। ফলে বিমান কর্মকর্তাদের সমালোচনা করছেন মানুষজন। পাশাপাশি বিমান ভাড়া ও টিকিট পরিবর্তন ফি বাড়ানোয় দেশের বড় দুটি বিমান সংস্থাও তীব্র সমালোচনার মুখে পড়েছে। ১৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় কানাডা এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেন, বিমানে করে ইয়েলোনাইফ শহর থেকে কমপক্ষে পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিতে হবে। আজ ২২টি ফ্লাইটে তদের সরিয়ে নেওয়া হবে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটারবার্তায় জানান, দাবানলের পরিস্থিতি নিয়ে শহরের মেয়রের সঙ্গে তার কথা হয়েছে। এ সময় যথাযথ সহায়তা করার আশ্বাস দেন তিনি। এর আগে গত সপ্তাহে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।
Posted ২:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh