বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ১০ আগস্ট ২০২০
নতুন করে ৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনে। ১০ আগস্ট (সোমবার) সেখানকার স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আগের দিন সেখানে আক্রান্ত হয়েছিলেন ২৩ জন। তারপর একদিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুনের বেশি হয়েছে। তবে ন্যাশনাল হেলথ কমিশন বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৫ জন বাইরে থেকে সংক্রমিত। নতুন করে কেউ মারা যান নি। করোনার লক্ষণযুক্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ১১।
৯ই আগস্ট পর্যন্ত চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ৬৬৮। মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এ সংখ্যা ৪৬৩৪।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh