বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ৩০ আগস্ট ২০২০
‘উচ্চশব্দে’ আজানে আপত্তি জানিয়ে প্রতিবেশীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এনগাদি এই আদেশ দেন। আদেশে বলা হয়, মসজিদের সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আজানের শব্দ না যায়।
হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরি দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদরাসা তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত দিকের বাসিন্দা। তার যুক্তি, আজানের শব্দ ‘তাকে নিজ সম্পত্তির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করে’। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। আলজাজিরা
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh