বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ১৬ আগস্ট ২০২০
অনুমোদন দেয়ার কয়েক দিনের ভেতর প্রথম ব্যাচের টিকা তৈরি শেষ করেছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। গত ১৫ আগস্ট টিকা তৈরির খবর আসার কয়েক ঘণ্টা আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা ‘স্পুটনিক ভি’ টিকার উৎপাদন শুরু করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন তৈরির দৌঁড়ে বিশ্বে আধিপত্য রাখতেই তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করার আগে মস্কো দ্রুত টিকাটির অনুমোদন দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিকভাবে এই টিকার অনুমোদন দেয়ার মতো যথেষ্ট তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ রাশিয়া ট্রায়ালের কোনো ডেটা সংস্থাটির কাছে সরবরাহ করেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নিজেদের টিকার অনুমোদন দেয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসেরেভিচ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘ভ্যাকসিনটির সম্ভাব্য প্রাক-যোগ্যতার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। যেকোনো টিকার ক্ষেত্রে এটি পেতে হলে সব ধরনের ডেটার কঠোর পর্যালোচনা দরকার।’
টিকাটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে তৈরি করেছে গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। রুশ কর্তৃপক্ষের দাবি, করোনার বিরুদ্ধে অন্তত ২ বছর কার্যকর থাকবে এই ভ্যাকসিন। এই সীমা আরও বেশি হতে পারে বলে ধারণা তাদের।
Posted ৬:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh