বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার ) তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন। খবরে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রোঁর কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এখন তিনি ৭ দিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদনা করবেন।
উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, করোনা মহামারি শুরু হওয়ার পর ফ্রান্সে এ পর্যন্ত ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪০০ জনের বেশি মানুষের।
তবে ম্যাক্রোঁ কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা স্পষ্ট নয়। ম্যাক্রোঁর অফিস জানিয়েছে, প্রেসিডেন্টের কাছাকাছি আসা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে তারা।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh